স্থানীয় ও আর্ন্তজাতিক গানের সবচেয়ে বড় ডিজিটাল লাইব্রেরী এয়ারটেল-ইয়ন্ডার মিউজিক অ্যাপটি শিক্ষার্থীদের মাঝে পরিচিত করে তুলতে দেশজুড়ে ১০ টি বিশ্ববিদ্যালয়ে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত।
ক্যাম্পেইনের আওতায় ১০ টি বিশ্ববিদ্যালয় নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে, যে বিশ্ববিদ্যালয় যত বেশি অ্যাপ ডাউনলোড করবে সে অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অবস্থান নির্ধারিত হবে। এরপর ক্যাম্পেইনে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের ক্যাম্পাসে কনসার্ট আয়োজনের জন্য প্রতিযোগিতা করবে। ক্যাম্পেইন শেষে মিউজিক অ্যাপ ব্যবহারের সংখ্যার ভিত্তিতে শীর্ষ চারটি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে এয়ারটেল-ইয়ন্ডার কনসার্ট।
ক্যাম্পাস পরিদর্শনের সময় এয়ারটেল-ইয়ন্ডার টিম শিক্ষার্থীদের সামনে মিউজিক অ্যাপটির বিভিন্ন ফিচার উপস্থাপন করবেন। ক্যাম্পেইন চলাকালে এয়ারটেল-ইয়ন্ডার মিউজিক অ্যাপ ব্যবহারের উপর ভিত্তি করে বিনামূল্যে ক্রিপসি ক্রিমারি’র ডিসকাউন্ট কুপন পাবেন শিক্ষার্থীরা।
এয়ারটেল-ইয়ন্ডার মিউজিক অ্যাপে গান শুনতে কোন বাড়তি চার্জ প্রদান করতে হবে না। এয়ারটেল ইন্টারনেট প্যাক ব্যবহারকারী যে কোন গ্রাহক অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের মাধ্যমে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
রবি’র ব্র্যান্ড এয়ারটেল সম্পর্কে:
ভারতী এন্টারপ্রাইজের একটি আর্ন্তজাতিক ব্র্যান্ড ‘এয়ারটেল’ গ্রাহক সংখ্যার দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। ২০১৬ সালের ২৮ জানুয়ারি মালয়শিয়ার আজিয়াটা গ্রুপ ও ভারতের ভারতী এন্টারপ্রাইজ বাংলাদেশে পরিচালিত তাদের কার্যক্রম একীভূতকরণের বিষয়ে একমত হয়। এরপর মাননীয় উচ্চ আদালতের সম্মতিক্রমে একীভূত কোম্পানি হিসাবে ১৬ নভেম্বর, ২০১৬ হতে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে রবি। রবি-এয়ারটেল একীভূতকরণের অংশ হিসেবে এয়ারটেল’কে তার একটি ব্যান্ড হিসেবে পরিচালিত করার অনুমোদন পেয়েছে রবি, ০১৬ নম্বর সিরিজ ব্যবহারকারী গ্রাহকরা এয়ারটেল ব্র্যান্ডের অন্তর্ভূক্ত।
একীভূত কোম্পানি হিসেবে রবি:
রবি আজিয়াটা লিমিটেড মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ, ভারতের ভারতী এয়ারটেল লিমিটেড এবং জাপানের এনটিটি ডকোমো ইনকর্পোরেশনের একটি যৌথ উদ্যোগ। রবিতে আজিয়াটার সিংহভাগ-৬৮ দশমিক ৭ শতাংশ, ভারতী এয়ারটেলের ২৫ শতাংশ ও এনটিটি ডকোমোর ৬ দশমিক ৩ শতাংশ মালিকানা রয়েছে। প্রায় ৩ কোটি ২২ লাখ সক্রিয় গ্রাহক নিয়ে রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। ১৩ হাজার ৯শ’টি অন-এয়ার সাইটের মধ্যে ৮ হাজারটি ৩.৫জি নেটওয়ার্ক নিয়ে দেশের প্রায় ৯৯% জনসংখ্যা রবি নেটওয়ার্কের অন্তর্ভূক্ত। দেশের প্রথম অপারেটর হিসেবে রবি জিপিআরএস ও ৩.৫জি সেবা চালু করেছে। অপারেটরটি ডিজিটাল সেবা চালুর দিক থেকে অনেক ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন এবং গ্রামীণ ও উপশহর অঞ্চলগুলোর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মোবাইল আর্থিক সেবা চালু করতে ব্যাপক বিনিয়োগ করেছে। সামাজিক দায়বোধসম্পন্ন কোম্পানি হিসেবে দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে তথ্যপ্রযুক্তি-শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রবি।