খেলায় খেলায় বাস্তব জীবনের কৃষি কাজের আনন্দ দিতে গ্রাহকদের জন্য এসএমএস-ভিত্তিক ফার্মিং গেম ক্যাম্পেইন চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি। গত ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
গেমটি খেলতে <PLAY> লিখে ২১২০৭ নাম্বারে পাঠাতে হবে গ্রাহকদের। এরপর গ্রাহকরা একটি স্বাগত বার্তা পাবেন এবং গেমটি চালু করতে নির্দেশনা অনুযায়ী অ অথবা ই লিখে রেসপন্স ম্যাসেজ পাঠাতে হবে। প্রতি এসএমএস’র চার্জ ৫০ পয়সা (ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ যুক্ত হবে)।
প্রতিটি রেসপন্স ম্যাসেজে পয়েন্টে যোগ হবে। যে কোন অপশন বেছে নেয়ার জন্য গ্রাহকরা ১-৩ পয়েন্ট পাবেন এবং কোন কোন ক্ষেত্রে ১০ পয়েন্ট পর্যন্ত বোনাস পাওয়া যাবে। গেমটি সম্পর্কে আরো জানতে এবং সহায়তার জন্য ঐচ লিখে ২১২০৭ নাম্বারে ম্যাসেজ পাঠাতে হবে। ঝঈঙজঊ লিখে ২১২০৭ নাম্বারে ম্যাসেজ পাঠিয়ে বর্তমান স্কোর ও র্যাংঙ্ক জানতে পারবেন গ্রাহকরা।
ক্যাম্পেইন বিজয়ী মেগা পুরস্কার হিসেবে পাবেন ‘বোস কিউ সি থার্টিফাইভ ওয়্যারলেস নয়েস ক্যানসেলিং হেডফোন’। দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী পাবেন যথাক্রমে ‘আসুস জেনফোন টু’ ও ‘সামস্যাং গ্যালাক্সি জে সেভেন প্রাইম’ হ্যান্ডসেট। প্রতি সপ্তাহে একজন বিজয়ী সাপ্তাহিক পুরস্কার হিসেবে পাবেন ‘জেবিএল ক্লিপ টু আলট্রা-পোর্টেবল ওয়াটারপ্রুফ ব্লুটুথ স্পিকার’। এছাড়া ক্যাম্পেইনের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের প্রতিদিন স্কোরের ওপর ভিত্তি করে ১০০ জন প্লেয়ার পেতে পারেন ৫০ টাকা করে মোবাইল ফোন রিচার্জ।
আগ্রহী গ্রাহকরা গেমিং ক্যাম্পেইনটি সম্পর্কে বিস্তারিত জানতে https://www.robi.com.bd/current-offers/farming-sms-game সাইটটি ভিজিট করতে পারেন।
একীভূত কোম্পানি হিসেবে রবি:
রবি আজিয়াটা লিমিটেড মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ, ভারতের ভারতী এয়ারটেল লিমিটেড এবং জাপানের এনটিটি ডকোমো ইনকর্পোরেশনের একটি যৌথ উদ্যোগ। রবিতে আজিয়াটার সিংহভাগ-৬৮ দশমিক ৭ শতাংশ, ভারতী এয়ারটেলের ২৫ শতাংশ ও এনটিটি ডকোমোর ৬ দশমিক ৩ শতাংশ মালিকানা রয়েছে। প্রায় ৩ কোটি ২২ লাখ সক্রিয় গ্রাহক নিয়ে রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। ১৩ হাজার ৯শ’টি অন-এয়ার সাইটের মধ্যে ৮ হাজারটি ৩.৫জি নেটওয়ার্ক নিয়ে দেশের প্রায় ৯৯% জনসংখ্যা রবি নেটওয়ার্কের অন্তর্ভূক্ত। দেশের প্রথম অপারেটর হিসেবে রবি জিপিআরএস ও ৩.৫জি সেবা চালু করেছে। অপারেটরটি ডিজিটাল সেবা চালুর দিক থেকে অনেক ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন এবং গ্রামীণ ও উপশহর অঞ্চলগুলোর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মোবাইল আর্থিক সেবা চালু করতে ব্যাপক বিনিয়োগ করেছে। সামাজিক দায়বোধসম্পন্ন কোম্পানি হিসেবে দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে তথ্যপ্রযুক্তি-শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রবি।
গেমটি খেলতে <PLAY> লিখে ২১২০৭ নাম্বারে পাঠাতে হবে গ্রাহকদের। এরপর গ্রাহকরা একটি স্বাগত বার্তা পাবেন এবং গেমটি চালু করতে নির্দেশনা অনুযায়ী অ অথবা ই লিখে রেসপন্স ম্যাসেজ পাঠাতে হবে। প্রতি এসএমএস’র চার্জ ৫০ পয়সা (ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ যুক্ত হবে)।
প্রতিটি রেসপন্স ম্যাসেজে পয়েন্টে যোগ হবে। যে কোন অপশন বেছে নেয়ার জন্য গ্রাহকরা ১-৩ পয়েন্ট পাবেন এবং কোন কোন ক্ষেত্রে ১০ পয়েন্ট পর্যন্ত বোনাস পাওয়া যাবে। গেমটি সম্পর্কে আরো জানতে এবং সহায়তার জন্য ঐচ লিখে ২১২০৭ নাম্বারে ম্যাসেজ পাঠাতে হবে। ঝঈঙজঊ লিখে ২১২০৭ নাম্বারে ম্যাসেজ পাঠিয়ে বর্তমান স্কোর ও র্যাংঙ্ক জানতে পারবেন গ্রাহকরা।
ক্যাম্পেইন বিজয়ী মেগা পুরস্কার হিসেবে পাবেন ‘বোস কিউ সি থার্টিফাইভ ওয়্যারলেস নয়েস ক্যানসেলিং হেডফোন’। দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী পাবেন যথাক্রমে ‘আসুস জেনফোন টু’ ও ‘সামস্যাং গ্যালাক্সি জে সেভেন প্রাইম’ হ্যান্ডসেট। প্রতি সপ্তাহে একজন বিজয়ী সাপ্তাহিক পুরস্কার হিসেবে পাবেন ‘জেবিএল ক্লিপ টু আলট্রা-পোর্টেবল ওয়াটারপ্রুফ ব্লুটুথ স্পিকার’। এছাড়া ক্যাম্পেইনের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের প্রতিদিন স্কোরের ওপর ভিত্তি করে ১০০ জন প্লেয়ার পেতে পারেন ৫০ টাকা করে মোবাইল ফোন রিচার্জ।
আগ্রহী গ্রাহকরা গেমিং ক্যাম্পেইনটি সম্পর্কে বিস্তারিত জানতে https://www.robi.com.bd/current-offers/farming-sms-game সাইটটি ভিজিট করতে পারেন।
একীভূত কোম্পানি হিসেবে রবি:
রবি আজিয়াটা লিমিটেড মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ, ভারতের ভারতী এয়ারটেল লিমিটেড এবং জাপানের এনটিটি ডকোমো ইনকর্পোরেশনের একটি যৌথ উদ্যোগ। রবিতে আজিয়াটার সিংহভাগ-৬৮ দশমিক ৭ শতাংশ, ভারতী এয়ারটেলের ২৫ শতাংশ ও এনটিটি ডকোমোর ৬ দশমিক ৩ শতাংশ মালিকানা রয়েছে। প্রায় ৩ কোটি ২২ লাখ সক্রিয় গ্রাহক নিয়ে রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। ১৩ হাজার ৯শ’টি অন-এয়ার সাইটের মধ্যে ৮ হাজারটি ৩.৫জি নেটওয়ার্ক নিয়ে দেশের প্রায় ৯৯% জনসংখ্যা রবি নেটওয়ার্কের অন্তর্ভূক্ত। দেশের প্রথম অপারেটর হিসেবে রবি জিপিআরএস ও ৩.৫জি সেবা চালু করেছে। অপারেটরটি ডিজিটাল সেবা চালুর দিক থেকে অনেক ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন এবং গ্রামীণ ও উপশহর অঞ্চলগুলোর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মোবাইল আর্থিক সেবা চালু করতে ব্যাপক বিনিয়োগ করেছে। সামাজিক দায়বোধসম্পন্ন কোম্পানি হিসেবে দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে তথ্যপ্রযুক্তি-শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রবি।
Tags
Garment Technology
IT
mobile games
mobile operator
robi
Robi Axiata Ltd
Technology
Telecom
telecommunications