এয়ারটেল-ইয়ন্ডার মিউজিক অ্যাপ উদ্বোধন

ঢাকা, ডিসেম্বর ১৮, ২০১৬: এয়ারটেল-ইয়ন্ডার মিউজিক অ্যাপ উদ্বোধন উপলক্ষ্যে অসাধারণ পরিবেশনায় শ্রোতাদের মন জয় করল জনপ্রিয় ব্যান্ড চিরকুট। এসময় ভক্তদের সাথে সময় কাটায় আরেক প্রখ্যাত ব্যান্ড নেমেসিস। ভক্তদের সাথে সেলফিও তুলেন তারা। গত ১৫ ডিসেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, হল-২’এ আয়োজিত ফুড ম্যরাথনে কনসার্টটি অনুষ্ঠিত হয়। এখন থেকে এয়ারটেল ব্র্যান্ডের গ্রাহকরা এয়ারটেল-ইয়ন্ডার মিউজিক অ্যাপ ডাউনলোড করে বিনামূল্যে উপভোগ করতে পারবেন দেশের বৃহত্তম গানের লাইব্রেরি ইয়ন্ডার মিউজিক’র গানগুলো। অ্যাপটি ব্যবহারের জন্য গ্রাহকদের বাড়তি কোন চার্জও প্রদান করতে হবে না।

রবি’র ব্র্যান্ড এয়ারটেল সম্পর্কে: ভারতী এন্টারপ্রাইজের একটি আর্ন্তজাতিক ব্র্যান্ড ‘এয়ারটেল’ গ্রাহক সংখ্যার দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। ২০১৬ সালের ২৮ জানুয়ারি মালয়শিয়ার আজিয়াটা গ্রুপ ও ভারতের ভারতী এন্টারপ্রাইজ বাংলাদেশে পরিচালিত তাদের কার্যক্রম একীভূতকরণের বিষয়ে একমত হয়। এরপর মাননীয় উচ্চ আদালতের সম্মতিক্রমে একীভূত কোম্পানি হিসাবে ১৬ নভেম্বর, ২০১৬ হতে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে রবি। রবি-এয়ারটেল একীভূতকরণের অংশ হিসেবে এয়ারটেল’কে তার একটি ব্যান্ড হিসেবে পরিচালিত করার অনুমোদন পেয়েছে রবি, ০১৬ নম্বর সিরিজ ব্যবহারকারী গ্রাহকরা এয়ারটেল ব্র্যান্ডের অন্তর্ভূক্ত।

একীভূত কোম্পানি হিসেবে রবি: রবি আজিয়াটা লিমিটেড মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ, ভারতের ভারতী এয়ারটেল লিমিটেড এবং জাপানের এনটিটি ডকোমো ইনকর্পোরেশনের একটি যৌথ উদ্যোগ। রবিতে আজিয়াটার সিংহভাগ-৬৮ দশমিক ৭ শতাংশ, ভারতী এয়ারটেলের ২৫ শতাংশ ও এনটিটি ডকোমোর ৬ দশমিক ৩ শতাংশ মালিকানা রয়েছে। প্রায় ৩ কোটি ২২ লাখ সক্রিয় গ্রাহক নিয়ে রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। ১৩ হাজার ৯শ’টি অন-এয়ার সাইটের মধ্যে ৮ হাজারটি ৩.৫জি নেটওয়ার্ক নিয়ে দেশের প্রায় ৯৯% জনসংখ্যা রবি নেটওয়ার্কের অন্তর্ভূক্ত। দেশের প্রথম অপারেটর হিসেবে রবি জিপিআরএস ও ৩.৫জি সেবা চালু করেছে। অপারেটরটি ডিজিটাল সেবা চালুর দিক থেকে অনেক ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন এবং গ্রামীণ ও উপশহর অঞ্চলগুলোর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মোবাইল আর্থিক সেবা চালু করতে ব্যাপক বিনিয়োগ করেছে। সামাজিক দায়বোধসম্পন্ন কোম্পানি হিসেবে দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে তথ্যপ্রযুক্তি-শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রবি।

Post a Comment

Previous Post Next Post