অ্যাকুয়াকালচার
খাতে টেকসই প্রবৃদ্ধি অর্জনে যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠান
দু’টি
মৎস্য
ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ চিংড়ি
ও মৎস্য ফাউন্ডেশনের (বিএসএফএফ) মধ্যে একটি সমঝোতা স্মারক
স্বাক্ষরিত হয়েছে। অ্যাকুয়াকালচার খাতে টেকসই প্রবৃদ্ধি
অর্জনে রাজধানীর একটি হোটেলে গতকাল
মঙ্গলবার এ স্মারক স্বাক্ষরিত
হয়।
মৎস্য
অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. সৈয়দ আরিফ
আজাদ এবং বিএসএফএফ এর
চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে
স্মারকে স্বাক্ষর করেন।
বাংলাদেশে
জলবায়ু পরিবর্তনের ফলে অ্যাকুয়াকালচার শিল্পের
যেকোনো হুমকি মোকাবেলায় মৎস্য খাতের এই দুই শীর্ষ
প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হল। জাতীয় ও
আন্তর্জাতিক পর্যায়ে খাদ্য ও পরিবেশগত নিরাপত্তার
নীতিমালা মেনে জিএকিউপি, সিওসি
ও এইচএসিসিপি অ্যাকুয়াকালচার খাতে টেকসই উন্নয়নের
কথা বলা হয়েছে চুক্তিতে।
এছাড়া
চিংড়ি ও মাছ চাষ,
প্রক্রিয়া ও বাজারজাতকরণে সঙ্গে
সংশ্লিষ্ট জেলেদের জীবনমানের উন্নয়নের কথাও চুক্তিতে আছে।
জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশে অ্যাকুয়াকালচার ও ফিশারিজ নিয়ে
অধ্যয়ন ও প্রোগ্রাম চালু
করতেও ভ’মিকা রাখবে
চুক্তি। তাছাড়া ঝুঁকি মোকাবেলায় দেশের বিশেষ বিশেষ অঞ্চলে সম্ভাব্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের কথাও আছে এতে।
একইসাথে
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে
ভোক্তাদের কাছে খাদ্য নিরাপত্তার
ঝুঁকি হ্রাসের ওপর গুরুত্ব দিয়ে
চিংড়ি ও মিঠাপানির মৎস্য
শিল্পকে টিকিয়ে রাখার নানাবিধ দিক তুলে ধরা
হয়েছে স্মারকে।
সমঝোতা
স্মারকে সামাজিক ও পরিবেশগত বিষয়
এবং অর্থনৈতিক ও বাণিজ্য বৃদ্ধি
সংশ্লিষ্ট নানা বিষয় গুরুত্ব
পেয়েছে।
স্বারক
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সাবেক মহাপরিচালক ও ব্র্যাকের সরকার
ও উন্নয়ন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. সুলতান হাফিজ
রহমান, বিএসএফএফ বোর্ড সদস্য ড. মাহমুদুল করিম,
মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক গোলজার
হোসেন।
অনুষ্ঠানে
আরো উপস্থিত ছিলেন, পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান
এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর
রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি
বিভাগের চেয়ারম্যান অধাপক ড. মোহাম্মদ আলী
তাসলিম, সাবেক রাষ্ট্রদূত লিয়াকত আলী চৌধুরী, সাবেক
সচিব এএসএম রাশিদুল হাই ও একেএম
জাফর উল্লাহ খান, মৎস্য ও
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিসুর রহমান,
যুক্তরাষ্ট্রের ওডিসি সেনসনস এর প্রধান নির্বাহী
কর্মকর্তা ওয়েন টার্নার, এমকেএ
হ্যাচারি লি. এর নির্বাহী
পরিচালক মঈন উদ্দিন আহমেদ।