জিটি নেক্সাসের নেটওয়ার্ক ব্যবহার করবে শোর টু শোর টেক্সটাইল



আন্ডারগার্মেন্স প্রস্তুতকারী কোম্পানি শোর টু শোর টেক্সটাইল তার ব্যবসায়ীক স্বক্ষমতা বৃদ্ধি করতে জিটি নেক্সাস নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে। শোর টু শোর টেক্সটাইলকে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে বায়ারদের সঙ্গে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ৯০ দিনের মধ্যে বিল প্রদানের বাধ্যবাধকতা মেনে চলতে হয়। কিন্ত অধিকাংশ সময় দেখা যায়, নির্ধারিত এই সময়দের মধ্যে আর্থিক লেনেদেন বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে এবং প্রতিদিনের খরচ যেমন বেতন ইত্যাদি প্রদানের জন্য বাইরে থেকে অর্থ সংগ্রহ করতে হয়। শোর টু শোর এর জেনারেল ম্যানেজার, রাকিবুর রহমান বলেন, ‘জিটি নেক্সাস নেটওয়ার্কের মাধ্যমে লেনদেনের ফলে আমাদের অর্থ সংস্থান সংক্রান্ত সমস্যা দূর হবে। এই নেটওয়ার্কের স্বয়ংক্রিয় পরিবেশে আমরা কার্যাদেশ গ্রহন করব, চালান প্রদান করব এবং এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আরটিএস ইন্টারন্যাশনাল এর কাছ থেকে ফান্ড গ্রহন করব। আর এই অর্থ আমরা একদিনের মধ্যেই পেয়ে যাব।’

কোম্পানিটির বার্ষিক টার্নওভার ৫০ মিলিয়ন মার্কিন ডলার। শোর টু শোর টেক্সটাইল বিশ্বের স্বনামধন্য ব্র্যান্ড যেমন চারলিস কোমার, এরিয়েল আলফা, ক্যালজেডিনিয়া, এইচঅ্যান্ডএম, এমঅ্যান্ডএস, সেলিও, নেক্সট, কিউবুস, জুলিস অ্যান্ড চারলোটের সঙ্গে কাজ করে আসছে। জিটি নেক্সাসের চিফ স্ট্র্যাটেজি অফিসার কুর্ট ক্যাভানো বলেন, ‘শোর টু শোর এর মতো প্রস্তুতকারক কোম্পানিগুলো প্রয়োজনের সময় বাজারমূল্যের চাইতে তুলনামূলক মূল্যে দ্রুত অর্থ পেলে তাদের ব্যসায়িক দক্ষতা বৃদ্ধি সহজতর হয় সেই সঙ্গে তাদের সার্বিক সাপ্লাই চেইন ব্যবস্থা আরও মজবুত হয়।’ আরটিএস ইন্টারন্যাশনাল ২০১২ সাল থেকে জিটি নেক্সাস নেটওয়ার্কের সঙ্গে যুক্ত এবং বিশ্বের ৪০ টির ও বেশি দেশের গ্রাহকদের অর্থ সেবা প্রদান করছে।  আরটিএস ইন্টারন্যাশনাল এর সেলস এর ভাইস প্রেসিডেন্ট লুইস মনড্রান বলেন, ‘জিটি নেক্সাস নেটওয়ার্কের সঙ্গে আমাদের ব্যবসায়িক অংশীদারিত্বের ফলে আমরা সাহজেই কম সময়ের মাঝে আমাদের ক্লায়েন্টদের অর্থ সেবা প্রদান করতে পারি।’ 

For more information:
Bryan Nella
GT Nexus

Post a Comment

Previous Post Next Post