নোভারটিসের নতুন এমডি ও কান্ট্রি প্রেসিডেন্ট হলেন ডাঃ রিয়াদ

ঢাকাআগস্ট ০৪২০১৮: দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি নোভারটিস (বাংলাদেশ)লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডিএবং কান্ট্রি প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ডাঃরিয়াদ মামুন প্রধানী। নোভারটিস সম্প্রতি ডাঃ রিয়াদের নিয়োগের ঘোষণা দিয়ে জানায়একই সাথে তিনি  কোম্পানিটির পরিচালনা পর্ষদেরও সদস্য নিযুক্ত হয়েছেন।  
ডাঃ রিয়াদ নোভারটিস (বাংলাদেশএর সদ্য অবসরে যাওয়া এমডি শেখ নাহার মাহমুদের স্থলাভিষিক্ত হলেন 
১৯ বছরের বেশী সময়ের সাফল্যমন্ডিত কর্মজীবনে ডাঃ রিয়াদ দেশে এবং বিদেশে বিপণন ও পরিচালন ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছেন।  তিনি মে২০১৭ নোভারটিস (বাংলাদেশএর ফার্মাসিউটিক্যালস বিভাগের কান্ট্রি হেড হিসেবে যোগদান করেন। নোভারটিসে যোগদানের পূর্বে তিনি সানোফি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালককান্ট্রি চেয়ারমহাব্যবস্থাপক এবং পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।  
ডাঃ রিয়াদ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস  ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং একই বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগ থেকে দু'টি পোস্টগ্রাজুয়েট ডিগ্রি লাভ করেন। 
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের (বিএপিআইপ্রাক্তন নির্বাহী সদস্য ডাঃ রিয়াদ মামুন প্রধানী বাংলাদেশ ওরাল এন্ড  ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি), আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং ওল্ড রেমিয়েন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনেরও সদস্য ।

Post a Comment

Previous Post Next Post