রাজধানীর একটি অভিজাত হোটেলে আজ রোববার, জানুয়ারি ০৮, ২০১৭ সকালে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, এমপি র্যাংকসটেলের নতুন সেবা ও লোগো উন্মোচন করেন।
এ সময় তার সাথে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরাম আহমেদ, এমপি এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
উদ্বেধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন র্যাংকসটেলের ব্যবস্থাপনা পরিচালক ও রেনকন এন্টারপ্রাইজ’র চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী এবং র্যাংকসটেলের প্রধান নির্বাহি কর্মকর্তা এস.এম আশেকুর রহমান।
তারানা হালিম বলেন, “আমরা আজকে দেশের সবচেয়ে দ্রুত গতির ইন্টারনেটের উদ্বোধন করলাম। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এটি একটি মাইল ফলক হয়ে থাকবে। র্যাংকসটেল’র এ পুনর্যাত্রা আমাদের দেশীয় উদ্যোক্তাদের কাছে উদাহরণ হয়ে থাকুক।”
ইমরামন আহমেদ এমপি বলেন, “আমরা সাইবার স্পেসের সিকিউরিটি নিশ্চিত করতে সব ধরণের উদ্যোগ গ্রহণ করেছি। আশা করছি দ্রুত গতির ইন্টারনেট সেবা দেশের উন্নয়নে এবং অর্থনীতির অগ্রগতিতে বড় রকমের ভূমিকা রাখবে।”
ড. শাহজাহান মাহমুদ বলেন, “বিটিআরসি রেগুলেটর হিসাবে নয়, টেলিকম শিল্প উদ্যোক্তাদের ফ্যাসিলেটেটর হিসাবে কাজ করতে চাই। আমরা চাই দেশীয় উদ্যোক্তারা এগিয়ে আসুন এবং তাদের সম্ভাব্য সব ধরণের সহযোগিতা আমরা করতে প্রস্তুত। তবে তাদেরও দেশের আইন ও বিধি-বিধান মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।”
রোমো রউফ চৌধুরী বলেন, “আমরা দেশের টেলিযোগাযোগ শিল্পে স্থানীয় মেধা ও বৈশ্বিক অভিজ্ঞতার সমন্বয় করে নতুন নতুন পরিষেবা চালু করেছি। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের কানেক্ট করছি, যাতে আমাদের গ্রাহকরা কোন রকমের সমস্যায় না পড়েন।”
এস এম আশেকুর রহমান বলেন, “আমরা দেশের ইতিহাসে সবচেয়ে দ্রুত গতির ইন্টারনেট সেবা চালু করলাম। এ সেবা আপাতত কর্পোটের গ্রাহকরা পাবেন। তবে দুই থেকে তিন মাসের মধ্যে আমরা এটি সাধারণ গ্রাহকদের জন্যও উন্মুক্ত করবো। ভয়েস, ডাটা ও ডিভাইস কানেক্টিভিটির দিক থেকে নতুন নতুন ফিচার-সমৃদ্ধ সেবা নিয়ে আমরা গ্রাহকের কাছে পৌঁছাতে চাই।”
অনুষ্ঠানে র্যাংকসটেলের পথচলার উপর একটি অডিও-ভিজুয়াল প্রদর্শন করা হয়। ফাস্টেস্ট ইন্টরনেটের লাইভ ডেমো এবং এক্সপেরিয়েন্স বুথ থেকে আমন্ত্রিত অতিথিরা সেবাটি সম্পর্কে ধারণা নেন।
Tags
Tech