বাংলাদেশে অনলাইন পেমেন্ট উন্নত করা ও পেমেন্ট ব্যবস্থার
সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সম্প্রতি শিওরক্যাশ এর হেড অফিসে
পেইজা বাংলাদেশ এবং শিওরক্যাশের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির মাধ্যমে
পেইজা ও শিওরক্যাশ এর
গ্রাহকরা খুব অল্প সময়ের মধ্যে এক অ্যাকাউন্ট থেকে
অন্য একাউন্টে টাকা পাঠাতে পারবে
এবং পেইজা গ্রাহকরা শিওরক্যাশ এজেন্ট পয়েন্ট থেকে টাকা উঠানো ও জমা দেয়ার
সুবিধা পাবে।বাংলাদেশ কমার্স ব্যাংক এই সকল লেনদেনের
জন্য মধ্যস্থতাকারী হিসাবে কাজ করবে।
ক্যাসাডা
টেকনোলজি বাংলাদেশ লিমিটেড (পেইজা বাংলাদেশ) এর চেয়ারম্যান ইন্তেজার
আহমেদ এবং শিওরক্যাশের সিইও ড: শাহাদাত খান
এই চুক্তিতে স্বাক্ষর করেন।
বাংলাদেশ
কমার্স ব্যাংক এর পক্ষ থেকে
এস,ই,ভি,পি
এস.এম. জাহাঙ্গীর আক্তার, এফ,এ,ভি,পি মো: সারওয়ার
মাহমুদ, শিওরক্যাশের পক্ষ থেকে সিবিও মো: আবু তালেব এবং পেইজা বাংলাদেশের পক্ষ থেকে এর অপারেশন,
মার্কেটিং এবং সেলস প্রধান নাফিস ইহতিশাম এবং সি,আর,এস
এক্সিকিউটিভ যাইনাহ আহমেদ সহ প্রতিষ্ঠান গুলোর
বিভিন্ন কর্মকর্তাগণ এই চুক্তি স্বাক্ষর
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পেইজা
বাংলাদেশের অপারেশন, মার্কেটিং এবং সেলস প্রধান নাফিস ইহতিশাম বলেন, “আমরা খুবই আনন্দিত সিওরকাশ এর সাথে পার্টনারশিপ
করে যার ফলে পেইজা গ্রাহকেরা সিওরক্যাশের মাধ্যমে অনায়াসে টাকা জমা করতে ও উঠাতে পারবে।
আমাদের লক্ষ্য বাংলাদেশে অনলাইন পেমেন্টকে আরো দ্রুত প্রসারিত করা এবং আমাদের গ্রাহকেরা যাতে সহজে ও স্বল্প সময়ে
সকল এফ-কমার্স ও
ই-কমার্স সাইটে পেমেন্ট সম্পূর্ণ করতে সেই লক্ষ্যে কাজ করা। "
শিওরক্যাশের
সিইও ড: শাহাদাত খান
বলেন, “শিওরক্যাশ ও পেইজার
সমঝোতার মাধ্যমে আমাদের গ্রাহকরা অনেক উপকৃত হবে, বিশেষ করে যারা ফ্রিল্যান্সার হিসাবে কাজ করেন ও অনলাইন শপিং
এ কেনাকাটা করেন। ফ্রীলান্সাররা অনলাইন এ কাজ করে
পেইজার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে পরবর্তীতে বাংলাদেশী মুদ্রায় সিওরক্যাশ এর মাধ্যমে তুলতে
পারবেন। "
পেইজা
পেইজা,
একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট গেটওয়ে যা বাংলাদেশ ব্যাংক
কর্তৃক অনুমোদিত বাংলাদেশের সর্বপ্রথম ই-ওয়ালেট। পেইজা
বাংলাদেশ ই-ওয়ালেট, স্থানীয়
ই-কমার্স ও ফেসবুক-কমার্স
পেমেন্ট, অনলাইন পেমেন্ট, কর্পোরেট লেনদেন, রেমিটেন্স এবং অন্যান্য ই-সেবা গুলো
বাংলাদেশে দ্রুত ও সহজতর করেছে।
আরও
বিস্তারিত জানার জন্য পেইজার ওয়েবসাইট ভিজিট করুন: https://www.payza.com/bangladesh/
শিওরক্যাশ
একটি পূর্ণাঙ্গ মোবাইল ব্যাংকিং এবং পেমেন্ট সেবা। বর্তমানে শিওরক্যাশ ৬ টি ব্যাংকের
সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছে এবং এই সেবার মাধ্যমে
গ্রাহকেরা সারাদেশে টাকা পাঠানো, রেমিটেন্সের টাকা উঠানো , মোবাইল রিচার্জ , বিল দেয়া এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
বেতন দেয়ার সুযোগ পাবে এবং ৯০ হাজারের বেশি
এজেন্ট এর মাধ্যমে টাকা
জমা ও তুলতে পারবে।
আরও
বিস্তারিত জানার জন্য শিওরক্যাশের ওয়েবসাইট ভিজিট করুন: http://surecash.net/
Tags
Tech