নতুন বছরে ওকাপিয়ার নতুন ফোন টাইটান


নতুন বছর উদযাপনে গ্রাহকদের জন্য টাইটান নামে বাজারে নতুন ফ্ল্যাগশিপ ফোন আনছে ওকাপিয়া সম্পূর্ণ মেটালবডির স্লিক ডিজাইনের স্মার্টফোন টাইটানে দেওয়া হয়েছে দ্রুত গতির ৬৪ বিটের কোয়াড কোর প্রসেসর। আর এর ১৩ মেগাপিক্সেল ব্যাক ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সাথে রয়েছে ৫০০ লুমেন ডিসপ্লে যা দিনের বেলাতেও পরিষ্কার ভিউয়ের অভিজ্ঞতা দিবে ব্যবহারকারীদের।


ওকাপিয়া ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জল হোসেন বলেন, “আমরা গ্রাহকদের কথা চিন্তা করে সাশ্রয়ী মূল্যে সবচেয়ে সেরা হ্যান্ড সেট দিতে চাই। নতুন বছরের উপহার হিসেবে গ্রাহকদের জন্য নিয়ে আসছি বাজারের সব চেয়ে সেরা ও মনকাড়া ডিজাইনের ল্যাটেস্ট ফিচার সমৃদ্ধ মেটাল বডির স্লিক ফোন টাইটান ।” 

তিনি আরো বলেন, “ওকাপিয়া হ্যান্ড সেটের গুণাগুণ নির্ধারণের জন্য চীনে আমাদের নিজস্ব “মান নিয়ন্ত্রণ” ল্যাব রয়েছে। আমাদের হ্যান্ডসেট ৫টি বিভিন্ন ধাপে ২৫টি পরীক্ষা-নিরীক্ষা দুই বার কওে পার হয়ে গ্রাহকের হাতে পৌঁছায়। আর গ্রাহকদেরকে বিক্রয় পরবর্তী সেবা দেওয়ার জন্য আমাদের রয়েছে ৫৩টি বিক্রয়োত্তর সেবা কেন্দ্র।”

দ্রুতগতির ফোর জি ফোন স্মার্টফোন টাইটানে রয়েছে ফিঙ্গার প্রিন্ট অ্যাকসেসের সুবিধা। ১.৩ গিগাহার্টজ কোয়ার্ড কোরপ্রসেসর সমৃদ্ধ টাইটানে আছে ওয়াই-ফাই, জিপিএস, ফোর জি ও হটনট কানেক্টিভিটি। টাইটানে আরো থাকছে গুগুলের মোবাইল অপারেটিং সিস্টেম এন্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ মার্শম্যালো ৬। ৫.৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লের সাথে থাকছে ২.৫ ডি কার্ভড ডিসপ্লে সুবিধা যার ফলে গ্রাহকরা উপভোগ করতে পারবেন আরামদায়ক ভিউয়ের অভিজ্ঞতা। 

ওকাপিয়ার মতে, ২০১৭ সালের প্রথম দিন থেকেই গ্রাহকরা টাইটান হ্যান্ডসেটটি বাজারে পাবেন।

Post a Comment

Previous Post Next Post