ইলেকট্রনিক প্রোগ্রাম গাইড (ইপিজি) এলো রিয়েলভিউ





দেশের প্রথম ডিরেক্ট-টু-হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রিয়েলভিউ নিয়ে এলো ইলেকট্রনিক প্রোগ্রাম গাইড (ইপিজি)। যুক্তরাষ্ট্রভিত্তিক মিউজিক, ভিডিও, মেটাডাটা, অ্যাপস এবং টেকনোলজিক্যাল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রেসনোট এর সঙ্গে যৌথভাবে এ সুবিধা নিয়ে এসেছে রিয়েলভিউ। বিশ্বের ৬০টির ও বেশি দেশে সেবা দিয়ে থাকে গ্রেসনোট।

রিয়েলভিউ ইপিজি দর্শকদের এক সপ্তাহের টিভি অনুষ্ঠান প্রিভিউ দেখার সুযোগ দেয়। এর ফলে দর্শকরা তাদের পছন্দমতো প্রোগ্রাম বাছাই করে দেখতে পারবেন। দর্শকরা একটি মাত্র বাটন ব্যবহার করেই পছন্দের টিভি প্রোগ্রাম উপভোগ করতে পারবেন।
ইপিজি সেবা সম্পর্কে রিয়েলভিউ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দিমিত্রি লেপিস্কি বলেন, নিজেদের পছন্দের প্রোগ্রাম বাছাই করে দেখার সুবিধা দিতে ইপিজি সুবিধা নিয়ে এসেছে রিয়েলভিউ। কাস্টমারদের সুবিধা দিতে পেরে আমরা আনন্দিত।


নতুন ইপিজি সেবা ছাড়াও রিয়েলভিউ সেট টপ বক্স (এসটিবি) এর রয়েছে বিশেষ সুবিধা, এটাকে পার্সোনাল ভিডিও রেকর্ডারও (পিভিআর) বলা হয়। এর মাধ্যমে দর্শকরা যেকোনো টিভি অনুষ্ঠান বা মুভি এক্সটার্নাল ইউএসবিতে ধারণ করে রাখতে পারবেন।

Post a Comment

Previous Post Next Post