বাংলাদেশে নতুন করে ফ্লাইট চালু করেছে গালফ এয়ার



ঢাকা, ৩০ মে, ২০১৫: প্রায় চার বছর বন্ধ থাকার পর নতুন করে বাংলাদেশে ফ্লাইট চালু করেছে বাহরাইনের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা গালফ এয়ার। সোমবার সকালে বাহরাইন থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের মধ্য দিয়ে নতুন করে যাত্রা শুরু করে এয়ারলাইনটি। প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করা হবে।


উপলক্ষ্যে আজ সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করে গালফ এয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষের ফ্লাইট সেইফটি এবং রেগুলেশন্স বিভাগের পরিচালক উইং কমান্ডার চৌধুরী মো. জিয়া-উল-কবির জিডি (পি); বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের পরিচালক, কাস্টমার সার্ভিসেস মো. আতিক সোবহান; বিমান বন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এম কে জাকির হাসান এবং বাহরাইনের বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত ডেপুটি হাই কমিশনার মেহদি জাফর।
এছাড়া আয়োজক গালফ এয়ারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কান্ট্রি ম্যানেজার হোসেইন গুলুম এবং এয়ারপোর্ট ম্যানেজার জসিম গারিব।


অনুষ্ঠানে জানানো হয় বর্তমানে বাহরাইনে দেড় লাখেরও বেশি বাংলাদেশী রয়েছে। যাতায়াতের জন্য বাংলাদেশ এবং বাহরাইনের মধ্যে সরাসরি কোন ফ্লাইট না থাকায় অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় বাহরাইন প্রবাসী এসব বাংলাদেশীদের। তাই বাংলাদেশ এবং বাহরাইন সরকারের দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে নতুন করে ফ্লাইট চালু করলো গালফ এয়ার।
উল্লেখ্য ১৯৮৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত গালফ এয়ার বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করে।
উদ্বোধনী ফ্লাইটে ৮০ শতাংশেরও বেশি আসনে যাত্রী বাংলাদেশে আসে। যাদের মধ্যে ছিলেন বাহরাইনের বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত ডেপুটি হাইকমিশনার মেহদি জাফর। এছাড়া গালফ এয়ারের ১২ জন ক্রু মেম্বারও আসেন।

গালফ এয়ারের সাথে লা মেরিডিয়ান, ঢাকার দীর্ঘমেয়াদী একটি চুক্তি অনুযায়ী এয়ারলাইনটির ক্রু মেম্বারসহ অন্যান্য কর্মকতারা অভিজাত এই হোটেলটিতে অবস্থান করবেন। উদ্বোধনী ফ্লাইট শেষে এয়ারলাইনের ক্রু মেম্বারদের লা মেরিডিয়ানে স্বাগত জানান হোটেলটির জেনারেল ম্যানেজার আশওয়ানি নায়ার এবং সেলস এবং মার্কেটিং বিভাগের পরিচালক আনোয়ার হোসেন।  

Post a Comment

Previous Post Next Post